পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এসডিএস-এর যৌথ অর্থায়নে এবং এসডিএস-এর বাস্তবায়নে সাংস্কৃতি ও ক্রিড়া বিষয়ক কর্মসুচির আওতায় বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮ এর উপজেলা পর্যায়ে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মাদারিপুর জেলার কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে দিন ব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে উপজেলার মোট ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।