আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদযাপন উপলক্ষ্যে, আজ ২৫ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর এর প্রাঙ্গনে, নারী ও শিশু ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন জনাব এ্যাড. রাশিদা মির্জা (আহবায়ক, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, শরীয়তপুর), জনাব সাবিনা ইয়াছমিন (উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শরীয়তপুর সদর), জনাব এ্যাড. রওশন আরা (চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, শরীয়তপুর), জনাব সুফিয়া রহমান (সমাজকর্মী), জনাব এ্যাড. আবুল কালাম আজাদ (সিনিয়র আইনজীবী ও মানবাধীকার কর্মী), জনাব এ্যাড. মাসুদুর রহমান (মানবাধীকার কর্মী), জনাব বি. এম. কামরুল হাসান (পরিচালক, এমএফ, এসডিএস), জনাব অমলা দাস (উপ পরিচালক, মানব সম্পদ বিভাগ, এসডিএস)। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করা হয়।