SDS has provided financial support of Rs.20,000,00/- (Twenty Lakhs) in cash to 1000 (one thousand) families affected by ongoing floods in the south-eastern region of the country.

515 families in Faridganj upazila of Chandpur district, 185 in Haimchar upazila and 300 families in Raipur upazila of Lakshipur have been given this assistance. The flood victims are covered under the scope of this assistance under the total of 6 branches including 5 branches in Haimchar and Faridganj upazilas of Chandpur district and 1 branch in Lakshipur Raipur upazila.

Family-based grants are distributed from their respective offices in the presence of concerned Upazila Nirbahi Officers. It was attended by Mrs. Umma Salma Nazneen Trisha (Upzilla Nirbahi Officer, Haimchar), Mr. Md. Imran Khan (Upzilla Nirbahi Officer, Raipur, Laksmipur) and PKSF General Manager Mr. Mejbahur Rahman.

Besides, Mr. B.M. Kamroul Hassan (Director, MF) and other officials was present on behalf of the organization.

দেশের দক্ষিণ-পূর্বঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ (এক হাজার) পারিবারকে এসডিএস নগদ ২০০০/- (দুই হাজার) টাকা করে মোট ২০,০০০,০০/- (বিশ লক্ষ) টাকার আর্থিক সহায়তা প্রদান করে।
 
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ৫১৫, হাইমচর উপজেলায় ১৮৫ এবং লক্ষীপুরের রায়পুর উপজেলায় ৩০০ পরিবারের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়। এসডিএস এর কর্মএলাকা চাঁদপুর জেলার হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার ৫টি ও লক্ষীপুর রায়পুর উপজেলার ১ টি সহ মোট ৬টা শাখার আওতায় বন্যার্তরা এ সহায়তার আওতাভুক্ত হয়।
 
পরিবার ভিত্তিক এ অনুদান কর্যক্রমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে তাদের স্ব-স্ব কার্যালয় থেকে বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, জনাব উম্মে সালমা নাজনীন তৃষা (উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর), জনাব মোঃ ইমরান খান (উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষীপুর) এবং পিকেএসএফ এর জেনারেল ম্যানেজার জনাব মেজবাহুর রহমান।
 
এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব বি.এম. কামরুল হাসান (পরিচালক, এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Pin It on Pinterest