এসডিএস-এর পরিচালনায় ও Educo Bangladesh -এর আর্থিক সহযোগিতায় Enhancement of the Meaningful Participation of Adolescent and Youth through Wider Exercise of Rights (EMPOWER)- প্রকল্পের আওতায় বাস্তয়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন Educo Bangladesh –এর প্রতিনিধি, এডুকো (স্পেন) টিমের গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন ম্যানেজার মিস ক্যাথেরিণ এলিয়ানে ক্লাউয়ি, এডুকো বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার জনাব মো: আমিনুল ইসলাম, রিসোর্স মোবিলাইজেশন অফিসার জনাব মো: শাহিনুর ইসলাম ও মিস খাদিজা তুল কুবরা বিনতে আহসান।
এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস-এর নির্বাহী পরিচালক জনাব রাবেয়া বেগম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

 

Pin It on Pinterest