এসডিএস এর পরিচালনায় এবং EDUCO Bangladesh এর আর্থিক সহযোগিতায় Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives প্রকল্পের আওতায়, প্রকল্প এলাকায় ১০ (দশ) দিনের Base Line Assessment পরিচালিত হবে।
তারই অংশ হিসেবে আজ ৩ মার্চ ২০২১ এসডিএস প্রধান কার্যালয়ে Base Line Assessment কর্মসূচী পরিচালনার জন্য Orientation অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব রাবেয়া বেগম, নির্বাহী পরিচালক ও জনাব অমলা দাস, উপ-পরিচালক, মানব সম্পদ বিভাগ। EDUCO Bangladesh এর পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সমন্বয়কারী, এম ই) ও জনাব মোঃ মোতাহের হোসেন (প্রজেক্ট অফিসার)।