জেলা প্রশাসন শরীয়তপুর এবং এসডিএস এর যৌথ উদ্যেগে জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কারাতে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শরীতপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক হাই স্কুলের সমন্বয়ে গঠিত টীমের প্রশিক্ষন শুরু হয় এবং এসডিএস এর পরিচালনায় ও EDUCO Bangladesh এর আর্থিক সহযোগিতায় Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives প্রকল্পের আওতায় রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষিত টীম কারাটে প্রদর্শন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনার এস. এম আশরাফুজ্জামান (পুলিশ সুপার শরীয়তপুর) ও জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক, এসডিএস)।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), শরীয়তপুর; জনাব তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), শরীয়তপুর; জনাব মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর এবং জেলাপ্রশাসনের কর্মকর্তাগণ।
এছাড়া সংস্থার পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন জনাব অমলা দাস (উপ-পরিচালক, এইচ আর, এসডিএস), জনাব তানভীর আহম্মেদ কামাল (ফোকাল পারসন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক কর্মসূচী) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।