বিশ্বব্যাপী প্রতিবছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য
”সবার মাঝে ঐক্য গড়ি
নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিএস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে জাজিরা ও শরীয়তপুর সদর উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা এবং কমিউনিটি পর্যায়ে কিশোর-কিশোরীদের সমন্বয়ে ভ্যান ক্যাম্পেইন হচ্ছে। বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই ভ্যান ক্যাম্পেইন ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। একই সাথে এই কর্মসূচির অংশ হিসেবে ব্যনার ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া ও ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ৫ ডিসেম্বর স্বেচ্ছাসেবী দিবস, ৯ ডিসেম্বর রোকেয়া দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের মধ্য দিয়ে ১৬ দিনের প্রচারাভিযান কর্মসূচি শেষ হবে।