HEKS/EPER বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ গত ১০ মার্চ ২০২৩ তারিখে এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় জলবায়ু পরিবর্তন এবং নদীভাঙ্গনের ফলে বাস্তুচ্যুত মানুষের দূর্দশার চিত্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তারা কুন্ডেরচর ইউনিয়নের ছিডারচর গ্রামের আঃ গনি মল্লিকের কান্দি ও নড়িয়া শুভ গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সাথে কথা বলেন। সেখানে তারা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর নদী ভাঙ্গনের ইতিহাস ও বর্তমান আর্থ-সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি ব্যবস্থা সম্পর্কে জানতে চান। এলাকায় বসবাসকারী নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা জানান যে, তাদের মধ্যে অনেকে ৫-৭ বার করে নদীভাঙ্গনের শিকার হন এবং এর ফলে তাদের সার্বিক স্বাস্থ্যসেবা, সন্তানদের শিক্ষা ব্যবস্থা ও পরিবার প্রধানদের কর্মক্ষেত্র চরমভাবে বিপর্যস্থ হয়েছে। বর্তমানে তারা বছর অনুযায়ি জমি ভাড়া নিয়ে ঘর তুলে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন HEKS/EPER বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী ও HEKS/EPER সুইজারল্যান্ড এর প্রতিনিধি মি. ইউভান। আরও উপস্থিত ছিলেন CPRD-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জলবায়ু বিশেষজ্ঞ জনাব মোঃ সামসুদ্দোহা। সার্বক্ষনিকভাবে তাদের পাশে থেকে পরিদর্শন কাজে সহযোগিতা করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব রাবেয়া বেগম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।