EMPOWER প্রকল্পের আওতায় বাস্তয়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন।
Educo Bangladesh – এর আর্থিক সহযোগিতায় ও এসডিএস-এর বাস্তবায়নে “Enhancement of the Meaningful Participation of Adolescent and Youth through Wider Exercise of Rights (EMPOWER)” – প্রকল্পের আওতায় বাস্তয়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জনাব মোঃ মোখলেছুর রহমান (যুগ্ম সচিব, এনডিসি, পরিচালক প্রকল্প-২, এনজিও বিষয়ক ব্যুরো) ও এডুকো বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার জনাব মো: আমিনুল ইসলাম।
এসময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ), ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।