Climate Action Network South Asia (CANSA) সদস্যদের এসডিএস এর কর্ম এলাকা পরিদর্শন।

বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকার মোট ২৭ জনের একটি প্রতিনিধি দল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের অধিক দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শন করেন। তারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন। নদী ভাঙ্গনের ফলে তাদের কী পরিমান ক্ষয় ক্ষতি হয় ও এর দীর্ঘ মেয়াদী প্রভাব জানতে চান এবং কিভাবে ক্ষতির পরিমান কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা করেন। পরিদর্শনকালীন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CPRD-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জলবায়ু বিশেষজ্ঞ জনাব মোঃ সামসুদ্দোহা। এবং সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ), ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

 

Pin It on Pinterest

SDS