নগদ অর্থ  ও হাইজিনকিট বিতরণ

নগদ অর্থ ও হাইজিনকিট বিতরণ

দাতা সংস্থা Start Fund Bangladesh এর সহযোগিতায় এসডিএস ও মুসলিম এইড এর বাস্তবায়নে Cash and WASH Supports to the Flood Affected Extremely Poor Households in Faridpur and Shariatpur Districts নামক প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শরীয়তপুর জেলার ৩টি উপজেলার ৬টি ইউনিয়নের (চরআত্রা, নওয়াপাড়া, কাঁচিকাটা, কুন্ডেরচর, পূর্ব নাওডোবা, তারাবুনিয়া) মোট ২৩৩৬টি পরিবারকে নগদ আর্থ ও হাইজিনকিট বিতরণ করা হয়।

প্রতি পরিবারকে – নগদ ৩০০০ ( তিন হাজার ) টাকা ও হাইজিন কিট (লাইফবয় সাবান – ১২ টি, হুইল সাবান – ৮ টি, স্যানেটারী ন্যাপকিন – ১ প্যাকেট (১৬ টি), ঢাকনা ও কলসহ বালতি ১ টি, মগ – ১ টি, মাস্ক – ১ প্যাকেট (৫০ টি), সচেতনতামূলক লিফলেট এবং মৌসুমি সবজি বীজ (লাল শাক, পালং শাক, লাউ, ডাটা এবং সিম ) বিতরন করা হয়।

মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এসডিএস এর পক্ষথেকে অক্সিজেন সিলিন্ডার ও ন্যাজাল ক্যানোলা সেট হস্তান্তর। অক্সিজেন সিলিন্ডার ও ন্যাজাল ক্যানোলা সেট গ্রহণ করেন শরীয়তপুর জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব পারভেজ হাসান। এ সময় সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচাল জনাব রাবেয়া বেগম , পরিচালক ( এমএফ) জনাব বিএম কামরুল হাসান ও জনাব অমলা দাস (উপপরিচালক, মানব সম্পদ বিভাগ)। এখানে উল্লেখ্য যে জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মহোদয়ের কাছে মোট ২৫ টি অক্সিজেন সিলিন্ডার ও ২০ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরন করা হয়।

এসডিএস প্রশিক্ষন কেন্দ্রে বৃক্ষরোপণ

এসডিএস প্রশিক্ষন কেন্দ্রে বৃক্ষরোপণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস – ২০২১ উপলক্ষ্যে এসডিএস আয়োজিত মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এসডিএস প্রশিক্ষন কেন্দ্রে গত ১৯ আগষ্ট ২০২১ ইং তারিখে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব পারভেজ হাসান, মাননীয় জেলা প্রশাসক, শরীয়তপুর। উপস্থিত ছিলেন এসডিএস এর নির্বাহী কমিটির সভাপতি জনাব প্রফেসর মো: সিরাজুল হক, এসডিএস-এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান,  জনাব এম এম জাহাঙ্গীর, এসডিএস কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ও এসডিএস-এর নির্বাহী পরিচালক জনাব রাবেয়া বেগম প্রমূখ।

ওরিয়েন্টেশন

ওরিয়েন্টেশন

এসডিএস এর পরিচালনায় এবং EDUCO Bangladesh এর আর্থিক সহযোগিতায় Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives প্রকল্পের আওতায়, প্রকল্প এলাকায় ১০ (দশ) দিনের Base Line Assessment পরিচালিত হবে।

তারই অংশ হিসেবে আজ ৩ মার্চ ২০২১ এসডিএস প্রধান কার্যালয়ে Base Line Assessment কর্মসূচী পরিচালনার জন্য Orientation অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব রাবেয়া বেগম, নির্বাহী পরিচালক ও জনাব অমলা দাস, উপ-পরিচালক, মানব সম্পদ বিভাগ। EDUCO Bangladesh এর পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সমন্বয়কারী, এম ই) ও জনাব মোঃ মোতাহের হোসেন (প্রজেক্ট অফিসার)।

নারী ও শিশু ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

নারী ও শিশু ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদযাপন উপলক্ষ্যে, আজ ২৫ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর এর প্রাঙ্গনে, নারী ও শিশু ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন জনাব এ্যাড. রাশিদা মির্জা (আহবায়ক, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, শরীয়তপুর), জনাব সাবিনা ইয়াছমিন (উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শরীয়তপুর সদর), জনাব এ্যাড. রওশন আরা (চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, শরীয়তপুর), জনাব সুফিয়া রহমান (সমাজকর্মী), জনাব এ্যাড. আবুল কালাম আজাদ (সিনিয়র আইনজীবী ও মানবাধীকার কর্মী), জনাব এ্যাড. মাসুদুর রহমান (মানবাধীকার কর্মী), জনাব বি. এম. কামরুল হাসান (পরিচালক, এমএফ, এসডিএস), জনাব অমলা দাস (উপ পরিচালক, মানব সম্পদ বিভাগ, এসডিএস)। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করা হয়।

হাইজিন কিট বিতরণ

হাইজিন কিট বিতরণ

এসডিএস এর বাস্তবায়নে এবং Start Fund Bangladesh এর সহযোগিতায় COVID-19 RESPONSE in Shariatpur, Madaripur, Faridpur Of Bangladesh প্রকলল্পের আওতায় শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলার মোট ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ২৭৪০টি পরিবারকে হাইজিন কিট বিতরণ করা হয়।

প্রতি পরিবারকে – লাক্স সাবান ১০টি, হুইল সাবান ৮টি, স্যানেটারী ন্যাপকিন ১ প্যাকেট (১৬টি), ফেস মাস্ক ১ প্যাকেট (৫০টি), ঢাকনা ও কলযুক্ত একটি বালতি, একটি মগ, এবং সচেতনতামুলক লিফলেট সহ একটি “হাইজিন কিট প্যাকেজ” বিতরণ করা হয়।

Pin It on Pinterest