The World Bank technical team visited SDS

The World Bank technical team visited SDS


The World Bank technical team visited SDS and its operational area. The members of the team are; Ms Anna O’Donnell, Lead Social Development Specialist; Ms Sonya Mumtaz Sultan, Task team leader & Senior Social Development Specialist; Ms. Jayati Sethi – Consultant – World Bank; Mr. Rafiqul Islam, – Consultant – World Bank; and Mr. Harish Khare – Senior Housing Finance Specialist, World Bank. The visiting team was also accompanied by three members of Palli Karma-Sahayak Foundation (PKSF);- Mr. Akm Nuruzzaman, General Manager, Mr. Mohammad Nur E Alam, Engineering Officer; Mr. Md. Anisur Rahman. Assistant Manager. The delegation held an exchange of views with the senior officials of the organization at 10 am in the meeting room of the SDS head office. On behalf of the organization, MS. Rabeya Begum, Executive Director, kept warm greetings and welcome everyone through her short speech. After that, the director of the SDS, Mr. Kamroul Hassan presented a brief description of the organization. The delegates discussed various interventions and plans of the organization with SDS Senior and Mid-level staff. They visited the SDS LICHS project (Low-Income Community Housing Support Project) area of the organization and interacted with the project beneficiaries. After the field-level visit, they again shared their visit report in the executive director’s room at the head office. They are very impressed with the project beneficiaries after discussing with them.

এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন


এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জনাব একিউএম গোলাম মাওলা (উপ-ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ), জনাব মোঃ মেছবাহুর রহমান (উপ-মহাব্যবস্থাপক, কার্যক্রম, পিকেএসএফ) ও জনাব আবুল কালাম আজাদ (সহকারী মহাব্যবস্থাপক, পিকেএসএফ)। উক্ত পরিদর্শনকালে সার্বক্ষনিকভাবে তাদের পাশে থেকে পরিদর্শন কাজে সহযোগিতা করেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে তিনি এসডিএস এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় অংশগ্রহন করেন।

কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ

কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ

এডুকো বাংলাদেশ এর অর্থায়নে এবং এসডিএস-এর বাস্তবায়নে Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives আওতায়, আংগারিয়া উচ্চ বিদ্যালয় ও বেড়াচিকন্দি উচ্চ বিদ্যালয়ের কিশোরীদের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ মহোদয় উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার ইউএনও জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান

বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান


এসডিএস এর নিজস্ব তহবিল থেকে ০৬ (ছয়) জন শিক্ষার্থীর সকলকে ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) করে মোট ২,১৬,০০০ (দুই লক্ষ ষোল হাজার) টাকা “বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি“ প্রদান করা হয়। পাশাপাশি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং এসডিএস এর বাস্তবায়নে ”কর্মসূচী – সহায়ক তহবিল” এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান – ২০২২ অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রাপ্ত সকল (চৌত্রিশ জন) শিক্ষার্থীরা একাদশ এবং দ্বাদশ শ্রেনীতে অধ্যায়নরত, তারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে ১২০০০/- (বারো হাজার) টাকা করে মোট ২৪০০০/- (চব্বিশ হাজার) টাকা বৃত্তি পাবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফসিউল্লাহ (এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ পারভেজ হাসান (জেলা প্রশাসক, শরীয়তপুর)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মোঃ সিরাজুল হক (সভাপতি, নির্বাহী পরিষদ, এসডিএস)। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ

কারাতে প্রশিক্ষনের শুভ উদ্বোধন

কারাতে প্রশিক্ষনের শুভ উদ্বোধন

জেলা প্রশাসন শরীয়তপুর এবং এসডিএস এর যৌথ উদ্যেগে জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কারাতে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শরীতপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক হাই স্কুলের সমন্বয়ে গঠিত টীমের প্রশিক্ষন শুরু হয় এবং এসডিএস এর পরিচালনায় ও  EDUCO Bangladesh এর আর্থিক সহযোগিতায় Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives প্রকল্পের আওতায়  রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষিত টীম কারাটে প্রদর্শন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনার এস. এম আশরাফুজ্জামান (পুলিশ সুপার শরীয়তপুর) ও জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক, এসডিএস)।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), শরীয়তপুর; জনাব তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), শরীয়তপুর; জনাব মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর এবং জেলাপ্রশাসনের কর্মকর্তাগণ।

এছাড়া সংস্থার পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন জনাব অমলা দাস (উপ-পরিচালক, এইচ আর, এসডিএস), জনাব তানভীর আহম্মেদ কামাল (ফোকাল পারসন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক কর্মসূচী) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে এসডিএস প্রধান কার্যালয়ে আলোচনা সভা এবং মোমবাতি প্রজ্জ্বলন এর মাধ্যমে আঁধার ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নির্যাতন ও সহিংসতায় প্রাণ হারানো সকল নারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভা ও আঁধার ভাঙ্গার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মো: সিরাজুল হক (অধ্যক্ষ, এসডিএস একাডেমী ও সভাপতি, কার্যনির্বাহী কমিটি, এসডিএস), জনাব অ্যাডভোকেট মির্জা হযরত আলী ( পিপি, শরীয়তপুর), জনাব অ্যাডভোকেট রাশিদা মির্জা ( সদস্য, জেলা পরিষদ, শরীয়তপুর), জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক, এসডিএস), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক, এমএফ, এসডিএস) ,জনাব মুহা. ইয়াছিন খান (উপ-পরিচালক, অর্থ ও হিসাব, এসডিএস) জনাব অমলা দাস (উপ-পরিচালক, এইচ আর, এসডিএস) ও এসডিএস এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Pin It on Pinterest