Project Orientation to Staff Member for WFP Project
এসডিএস-এর পরিচালনায় ও Educo Bangladesh -এর আর্থিক সহযোগিতায় Enhancement of the Meaningful Participation of Adolescent and Youth through Wider Exercise of Rights (EMPOWER)- প্রকল্পের আওতায় বাস্তয়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন Educo Bangladesh –এর প্রতিনিধি, এডুকো (স্পেন) টিমের গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন ম্যানেজার মিস ক্যাথেরিণ এলিয়ানে ক্লাউয়ি, এডুকো বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার জনাব মো: আমিনুল ইসলাম, রিসোর্স মোবিলাইজেশন অফিসার জনাব মো: শাহিনুর ইসলাম ও মিস খাদিজা তুল কুবরা বিনতে আহসান।
এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস-এর নির্বাহী পরিচালক জনাব রাবেয়া বেগম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
HEKS/EPER বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ গত ১০ মার্চ ২০২৩ তারিখে এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলায় জলবায়ু পরিবর্তন এবং নদীভাঙ্গনের ফলে বাস্তুচ্যুত মানুষের দূর্দশার চিত্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তারা কুন্ডেরচর ইউনিয়নের ছিডারচর গ্রামের আঃ গনি মল্লিকের কান্দি ও নড়িয়া শুভ গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সাথে কথা বলেন। সেখানে তারা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর নদী ভাঙ্গনের ইতিহাস ও বর্তমান আর্থ-সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি ব্যবস্থা সম্পর্কে জানতে চান। এলাকায় বসবাসকারী নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা জানান যে, তাদের মধ্যে অনেকে ৫-৭ বার করে নদীভাঙ্গনের শিকার হন এবং এর ফলে তাদের সার্বিক স্বাস্থ্যসেবা, সন্তানদের শিক্ষা ব্যবস্থা ও পরিবার প্রধানদের কর্মক্ষেত্র চরমভাবে বিপর্যস্থ হয়েছে। বর্তমানে তারা বছর অনুযায়ি জমি ভাড়া নিয়ে ঘর তুলে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন HEKS/EPER বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী ও HEKS/EPER সুইজারল্যান্ড এর প্রতিনিধি মি. ইউভান। আরও উপস্থিত ছিলেন CPRD-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জলবায়ু বিশেষজ্ঞ জনাব মোঃ সামসুদ্দোহা। সার্বক্ষনিকভাবে তাদের পাশে থেকে পরিদর্শন কাজে সহযোগিতা করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব রাবেয়া বেগম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার, এনডিসি মহোদয়। এছাড়া ‘ব্যবস্থাপনা পরিচালক’ মহোদয়ের সফরসংগী হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর সাধারণ পর্যদের সম্মানিত সদস্য জনাব আকতারী মমতাজ, মাহমুদা বেগম ও উন্মুল হাসনা এবং পিকেএসএফ হতে জনাব মোঃ মেছবাহুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম), জনাব আবুল কালাম আজাদ, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম), জনাব মাসুম আল জাকি উপ-ব্যবস্থাপক (যোগাযোগ ও প্রকাশনা) ও জনাব মোঃ আব্দুল হাকিম, উপ-ব্যবস্থাপক (কার্যক্রম)। উক্ত পরিদর্শনকালে তাদের পাশে থেকে পরিদর্শন কাজে সহযোগিতা করেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধিতে অনাবাদী ও পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে উদ্ধুদ্ধকরণ সমাবেশ করেছে এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি)।
শরীয়তপুর জেলার শৌলপাড়ার ইউনিয়নের চর গয়ঘরে এসডিএস এর আয়োজনে কৃষক উদ্ধুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ মতলুবর রহমান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন এসডিএস’র পরিচালক (এমএফ) জনাব বিএম কামরুল হাসান।
এসডিএস’র কৃষি কর্মকর্তা ও নিরাপদ সবজি চাষ উপ-প্রকল্পের ভিসিএফ মোঃ আব্দুল মান্নান এর সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসডিএস’র কৃষি কর্মকর্তা ইকোলজিক্যাল ফার্মিং উপ-প্রকল্পের ভিসিএফ শরিফুল আলম মনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।
সমাবেশে এসডিএস’র পরিচালক (এমএফ) জনাব বিএম কামরুল হাসান বলেন, খাদ্য স্বয়ংসম্পুর্ন থাকতে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অনাবাদী ও পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এসডিএস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই সমাবেশে। এতে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাঁদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রাকৃতিক দূর্যোগ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। যার ফলস্বরুপ নানামুখী সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবেলায় আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, এখানকার অনেকেই আপনারা কৃষি কাজের সাথে জড়িত। বিশ্বের এই চলমান যুদ্ধ পরিস্থিতিতে শুধু আবাদী জমিতেই নয় আগামী দিনে যাতে খাদ্য সংকটে আমাদের পড়তে না হয় এজন্য বাড়ির আশপাশ থেকে শুরু করে সব জায়গায় ফসল ফলাতে হবে। এজন্য আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। আপনাদের এ কাজে যেকোন পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে এসডিএস আপনাদের পাশে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক জনাব মতলুবর রহমান বলেন, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে, সেই নির্দেশনা দেন। কিন্তু করোনা মহামারি শেষ না হতে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার প্রভাব বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পড়তে শুরু করে। ফলে আগামী বিশ্ব কোন দিকে যাবে তা আমরা কেউই বলতে পারছি না। তবে আমাদের সচেতন থাকতে হবে, নিজেদের খাদ্য ঘাটতি ও পুষ্টি চাহিদা নিজেদেরকে মেটাতে হবে। এজন্য কোন জমিই ফাঁকা রাখা যাবে না।
বিশ্বব্যাপী প্রতিবছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য
”সবার মাঝে ঐক্য গড়ি
নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিএস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে জাজিরা ও শরীয়তপুর সদর উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা এবং কমিউনিটি পর্যায়ে কিশোর-কিশোরীদের সমন্বয়ে ভ্যান ক্যাম্পেইন হচ্ছে। বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই ভ্যান ক্যাম্পেইন ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। একই সাথে এই কর্মসূচির অংশ হিসেবে ব্যনার ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া ও ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ৫ ডিসেম্বর স্বেচ্ছাসেবী দিবস, ৯ ডিসেম্বর রোকেয়া দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের মধ্য দিয়ে ১৬ দিনের প্রচারাভিযান কর্মসূচি শেষ হবে।