ADB representative Mrs. Shimako Takahashi visited SDS.
এসডিএস- এর পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি।
EMPOWER প্রকল্পের আওতায় বাস্তয়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন।
Educo Bangladesh – এর আর্থিক সহযোগিতায় ও এসডিএস-এর বাস্তবায়নে “Enhancement of the Meaningful Participation of Adolescent and Youth through Wider Exercise of Rights (EMPOWER)” – প্রকল্পের আওতায় বাস্তয়নাধীন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জনাব মোঃ মোখলেছুর রহমান (যুগ্ম সচিব, এনডিসি, পরিচালক প্রকল্প-২, এনজিও বিষয়ক ব্যুরো) ও এডুকো বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার জনাব মো: আমিনুল ইসলাম।
এসময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ), ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Climate Action Network South Asia (CANSA) সদস্যদের এসডিএস এর কর্ম এলাকা পরিদর্শন।
বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকার মোট ২৭ জনের একটি প্রতিনিধি দল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের অধিক দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শন করেন। তারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন। নদী ভাঙ্গনের ফলে তাদের কী পরিমান ক্ষয় ক্ষতি হয় ও এর দীর্ঘ মেয়াদী প্রভাব জানতে চান এবং কিভাবে ক্ষতির পরিমান কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা করেন। পরিদর্শনকালীন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CPRD-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জলবায়ু বিশেষজ্ঞ জনাব মোঃ সামসুদ্দোহা। এবং সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ), ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
World Bank Vice President (Operations Policy and Country Services) Mr. Ed. Mountfield visited field level activities of (RAISE) and (SEP) project jointly funded by PKSF and World Bank which is implementing by SDS.
Among others during the visit were PKSF Additional Managing Director Md Fazlul Quader; World Bank External Affairs Advisor Uvimana Basaninienji, Chief Economist and RAISE Project Task Team Leader S. Amer Ahmed, Senior Social Protection Specialist Anika Rahman and PKSF General Manager and RAISE Project Coordinator Dilip Kumar Chakraborty.
Besides, on behalf of SDS, Professor Md. Sirajul Haque (President, Executive Council, SDS), Mr. MM Jahangir (Vice President, Executive Council, SDS), Mr. Rabeya Begum (Executive Director), Mr. BM Kamrul Hasan (Director MF) and other officials. Was present
After the visit, the vice president of the World Bank Mr. Ed. Mountfield said “There is no alternative to inclusive development to transform Bangladesh into an upper-middle income country. It is not possible to ensure economically, socially and environmentally sustainable development by excluding the backward 40 percent of the society.
He added, “Besides providing support to small enterprises, we are also creating opportunities for entrepreneurs to develop business skills, inculcate entrepreneurial spirit and engage in dignified employment, which paves the way for their inclusion in the mainstream of development.” Appreciating the activities of PKSF and SDS being implemented at the field level, he said, “I am impressed by these activities”.