The mock drill “Padma Parer Jiban Juddha”

The mock drill “Padma Parer Jiban Juddha”

Implemented through SDS and funded by WFP (World Food Programme). “Anticipatory Action to vulnerable households in flood-prone areas of Padma river basin, Bangladesh. Under Shock Responsive Social Protection (SRSP) and Flood Anticipatory Action (AA) Programme”a field exercise was conducted in total 13 unions of Shariatpur and Madaripur districts in the Padma Basin based on flood forecasting in advance response program titled “Padma Parer Jiban Juddha”. In the mock drill, everyone is made aware of what to do before the disaster, during the disaster and after the disaster.
Upazila executive officer, upazila project implementation officer, upazila secondary education officer, local school teachers, chairman, dignitaries of the area and general public supported this activity by attending the mock drill.
 
এসডিএস এর মাধ্যমে বাস্তবায়িত ও WFP (World Food Programme)-এর অর্থিক সহায়তায় “Anticipatory Action to vulnerable households in flood-prone areas of Padma river basin, Bangladesh. Shock Responsive Social Protection (SRSP) and Flood Anticipatory Action (AA) Programme”এর আওতায় শরীয়তপুর ও মাদারীপুর জেলার মোট ১৩টি ইউনিয়নে পদ্মা অববাহিকায় বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি “পদ্মা পাড়ের জীবন যুদ্ধ” শিরোনামে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে আমাদের করণীয় বিষয়ে সকলকে সচেতন করা হয়।
উক্ত মাঠ মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, স্থানীয় স্কুলের শিক্ষকবৃন্দ, চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগন উপস্থিত থেকে এই কার্যক্রমে সমর্থন প্রদান করেন।
SDS provides financial support for flood victims

SDS provides financial support for flood victims

SDS has provided financial support of Rs.20,000,00/- (Twenty Lakhs) in cash to 1000 (one thousand) families affected by ongoing floods in the south-eastern region of the country.

515 families in Faridganj upazila of Chandpur district, 185 in Haimchar upazila and 300 families in Raipur upazila of Lakshipur have been given this assistance. The flood victims are covered under the scope of this assistance under the total of 6 branches including 5 branches in Haimchar and Faridganj upazilas of Chandpur district and 1 branch in Lakshipur Raipur upazila.

Family-based grants are distributed from their respective offices in the presence of concerned Upazila Nirbahi Officers. It was attended by Mrs. Umma Salma Nazneen Trisha (Upzilla Nirbahi Officer, Haimchar), Mr. Md. Imran Khan (Upzilla Nirbahi Officer, Raipur, Laksmipur) and PKSF General Manager Mr. Mejbahur Rahman.

Besides, Mr. B.M. Kamroul Hassan (Director, MF) and other officials was present on behalf of the organization.

দেশের দক্ষিণ-পূর্বঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ (এক হাজার) পারিবারকে এসডিএস নগদ ২০০০/- (দুই হাজার) টাকা করে মোট ২০,০০০,০০/- (বিশ লক্ষ) টাকার আর্থিক সহায়তা প্রদান করে।
 
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ৫১৫, হাইমচর উপজেলায় ১৮৫ এবং লক্ষীপুরের রায়পুর উপজেলায় ৩০০ পরিবারের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়। এসডিএস এর কর্মএলাকা চাঁদপুর জেলার হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার ৫টি ও লক্ষীপুর রায়পুর উপজেলার ১ টি সহ মোট ৬টা শাখার আওতায় বন্যার্তরা এ সহায়তার আওতাভুক্ত হয়।
 
পরিবার ভিত্তিক এ অনুদান কর্যক্রমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে তাদের স্ব-স্ব কার্যালয় থেকে বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, জনাব উম্মে সালমা নাজনীন তৃষা (উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর), জনাব মোঃ ইমরান খান (উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষীপুর) এবং পিকেএসএফ এর জেনারেল ম্যানেজার জনাব মেজবাহুর রহমান।
 
এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব বি.এম. কামরুল হাসান (পরিচালক, এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Free health care and medicine distribution program for flood victims

Free health care and medicine distribution program for flood victims

 

With the aim of providing health services and necessary medicines to the people affected by the ongoing flood in the south-eastern region of the country, SDS has continued the “free health care and medicine distribution program” for the last 1 week with its own funding.

Considering the emergency situation for the flood-affected areas, this service is ensured through 6 branches of Chandpur and Laksmipur districts by going to various shelters and houses of water-affected people. Under this program, separate treatment and separate medicines are distributed for children, elderly, pregnant women. So far about 1200 patients have been distributed free medical care along with medicine. It should be noted that the activities are conducted by 3 teams of experienced doctors in health care and medicine distribution activities.

দেশের দক্ষিণ-পূর্বঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদানের কথা মাথায় রেখে এসডিএস নিজস্ব অর্থায়নে ‘’বন্যার্তদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রম’’ পরিচালনা করে।

বন্যা কবলিত এলাকায় দুর্গতদের জন্য জরুরী অবস্থা বিবেচনায় চাঁদপুর ও লক্ষীপুর জেলার ৬ টি শাখার মাধ্যমে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও পানিবন্দি মানুষের বাড়ি গিয়ে এ সেবা নিশ্চিত করা হয়। এ কার্যক্রমের আওতায় শিশু, বয়স্ক, গর্ভবতীদের জন্য আলাদা চিকিৎসা এবং আলাদা ঔষধ বিতরণ করা হয়। এপর্যন্ত প্রায় ১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখ্য স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমে অভিজ্ঞ চিকিৎসকের ৩টি টিমের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হয়।

Inception meeting of “Augrajatra” project

Inception meeting of “Augrajatra” project

 

Funded by the United States Department of State, in collaboration with Winrock International, district-level inception meetings were held on the “Augrajatra” project being implemented by SDS. Mohammad Nizam Uddin Ahammed (DC, Shariatpur) were present as a chief guest. District level officials, representatives of various non-governmental organizations, journalists and senior officials including Executive Director and Director (MF) of SDS were present.

Inception meeting of “Ashshash” project

Inception meeting of “Ashshash” project

 

Funded by the Embassy of Switzerland, in collaboration with Winrock International, district-level inception meetings were held on the “Ashshash” project being implemented by SDS. District level officials including District Commissioner Shariatpur, representatives of various non-governmental organizations, journalists and senior officials including Executive Director and Director (MF) of SDS were present.

Pin It on Pinterest