এসডিএস এর নিজস্ব তহবিল থেকে ০৬ (ছয়) জন শিক্ষার্থীর সকলকে ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) করে মোট ২,১৬,০০০ (দুই লক্ষ ষোল হাজার) টাকা “বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি“ প্রদান করা হয়। পাশাপাশি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং এসডিএস এর বাস্তবায়নে ”কর্মসূচী – সহায়ক তহবিল” এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান – ২০২২ অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রাপ্ত সকল (চৌত্রিশ জন) শিক্ষার্থীরা একাদশ এবং দ্বাদশ শ্রেনীতে অধ্যায়নরত, তারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে ১২০০০/- (বারো হাজার) টাকা করে মোট ২৪০০০/- (চব্বিশ হাজার) টাকা বৃত্তি পাবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফসিউল্লাহ (এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ পারভেজ হাসান (জেলা প্রশাসক, শরীয়তপুর)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মোঃ সিরাজুল হক (সভাপতি, নির্বাহী পরিষদ, এসডিএস)। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ