ওরিয়েন্টেশন

ওরিয়েন্টেশন

এসডিএস এর পরিচালনায় এবং EDUCO Bangladesh এর আর্থিক সহযোগিতায় Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives প্রকল্পের আওতায়, প্রকল্প এলাকায় ১০ (দশ) দিনের Base Line Assessment পরিচালিত হবে।

তারই অংশ হিসেবে আজ ৩ মার্চ ২০২১ এসডিএস প্রধান কার্যালয়ে Base Line Assessment কর্মসূচী পরিচালনার জন্য Orientation অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব রাবেয়া বেগম, নির্বাহী পরিচালক ও জনাব অমলা দাস, উপ-পরিচালক, মানব সম্পদ বিভাগ। EDUCO Bangladesh এর পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সমন্বয়কারী, এম ই) ও জনাব মোঃ মোতাহের হোসেন (প্রজেক্ট অফিসার)।

নারী ও শিশু ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

নারী ও শিশু ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদযাপন উপলক্ষ্যে, আজ ২৫ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর এর প্রাঙ্গনে, নারী ও শিশু ধর্ষন এবং সকল প্রকার যৌন সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন জনাব এ্যাড. রাশিদা মির্জা (আহবায়ক, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, শরীয়তপুর), জনাব সাবিনা ইয়াছমিন (উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শরীয়তপুর সদর), জনাব এ্যাড. রওশন আরা (চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, শরীয়তপুর), জনাব সুফিয়া রহমান (সমাজকর্মী), জনাব এ্যাড. আবুল কালাম আজাদ (সিনিয়র আইনজীবী ও মানবাধীকার কর্মী), জনাব এ্যাড. মাসুদুর রহমান (মানবাধীকার কর্মী), জনাব বি. এম. কামরুল হাসান (পরিচালক, এমএফ, এসডিএস), জনাব অমলা দাস (উপ পরিচালক, মানব সম্পদ বিভাগ, এসডিএস)। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করা হয়।

হাইজিন কিট বিতরণ

হাইজিন কিট বিতরণ

এসডিএস এর বাস্তবায়নে এবং Start Fund Bangladesh এর সহযোগিতায় COVID-19 RESPONSE in Shariatpur, Madaripur, Faridpur Of Bangladesh প্রকলল্পের আওতায় শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলার মোট ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ২৭৪০টি পরিবারকে হাইজিন কিট বিতরণ করা হয়।

প্রতি পরিবারকে – লাক্স সাবান ১০টি, হুইল সাবান ৮টি, স্যানেটারী ন্যাপকিন ১ প্যাকেট (১৬টি), ফেস মাস্ক ১ প্যাকেট (৫০টি), ঢাকনা ও কলযুক্ত একটি বালতি, একটি মগ, এবং সচেতনতামুলক লিফলেট সহ একটি “হাইজিন কিট প্যাকেজ” বিতরণ করা হয়।

নাগরিক সমাজের অভিযোগ জলবায়ু পরিবর্তনে ধনী দেশ দায়ী

নাগরিক সমাজের অভিযোগ জলবায়ু পরিবর্তনে ধনী দেশ দায়ী

জলবায়ু পরিবর্তনে মূলত ধনী দেশ ও তাদের ভোগবাদী জীবনযাপন দায়ী। কিন্তু ঝুঁকি হ্্রাসে এ দেশগুলোর অবস্থান বরাবরের মতোই একপেশে ও নিজ স্বার্থকেন্দ্রিক। এ জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে বিশ্বব্যাপী কার্বন উদগীরণ হ্রাস করা এবং উন্নয়নের নামে অপরাজনীতি পরিহার করার দাবি করতে হবে ভুক্তভোগী দেশগুলোকে।

গতকাল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলা হয়। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানত দায়ী ধনী দেশগুলোর সঙ্কীর্ণ স্বার্থপর চিন্তা উল্লেখ করে তাদের এ জাতীয় মানসিকতার নিন্দা করে অধিকারভিত্তিক নাগরিক সমাজ। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের সাথে বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন আয়োজন করে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), কোস্ট ট্রাস্ট, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ (এনসিসিবি) এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)। মানববন্ধনে বক্তৃতা করেন : সিপিআরডি মো: শামছুদ্দোহা, স্থায়িত্বশীল গ্রামীণ উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএলের) প্রদীপ কুমার রায় ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম এবং সিপিডির মো: আতিকুর রহমান টিপু।
মানববন্ধনে সঞ্চালক কোস্ট ট্রাস্টের মোস্তফা কামাল আকন্দ উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে জেনে ২০১৮ সালের ২০ আগস্ট সুইডিশ পার্লামেন্টের সামনে সুইডেনের স্কুলপড়ুয়া ১৬ বছর গ্রেটা থানবার্গ একটি প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন, যেখানে লেখা ছিল, “ঝপযড়ড়ষ ঝঃৎরশব ভড়ৎ ঈষরসধঃব”. তার এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে বিশে^র নানা প্রান্তে স্কুলপড়ুয়ারা ধর্মঘট করে তারা সুস্থ-পরিচ্ছন্ন একটা পৃথিবীতে তাদের বেড়ে ওঠার অধিকারের কথা জানায়। বিশ^ব্যাপী এ আন্দোলনের ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসঙ্ঘের বিশেষ জলবায়ুবিষয়ক অধিবেশনকে সামনে রেখে বিশ^ব্যাপী জলবায়ু ধর্মঘটের ডাক দেয় গ্রেটা ও তরুণ সমাজ। বাংলাদেশ থেকে ওই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশের জন্যই এই মানববন্ধন।

মো: শামছুদ্দোহা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য গ্যাসগুলোর আধিক্য ক্রমেই বাড়ছে। শিল্পায়ন, বিশেষ করে শিল্পোৎপাদনে জ্বালানি শক্তির জন্য জীবাষ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহার একদিকে যেমন বায়ুমণ্ডলে তাপধারণকারী গ্যাসের আধিক্য বাড়াচ্ছে; অন্যদিকে বন উজাড়ীকরণ ও ভূমির অযথার্থ ব্যবহারের ফলে উদ্ভিদ, বন ও ভূমির কার্বন ডাই-অক্সাইড শোষণের সক্ষমতা নষ্ট করে দেয়া হচ্ছে, যা সন্দেহাতীতভাবে বৈশ্বিক উষ্ণায়ন বাড়াচ্ছে এবং বৈশ্বিক জলবায়ু ব্যবস্থায় পরিবর্তন আনছে। প্রদীপ কুমার রায় বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিজ্ঞানীরা বহুদিন আগে থেকে সাবধান করলেও এ ব্যাপারে কোনো সুদৃঢ় রাজনৈতিক উদ্যোগ গ্রহণের বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত উপেক্ষিত ছিল।

বদরুল আলম বলেন, প্যারিস চুক্তি প্রণয়নের প্রায় চার বছর অতিক্রান্ত হলেও জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মো: আতিকুর রহমান টিপু বলেন, বিশে^র নেতৃত্বকে জাতীয়তাবাদী স্বার্থের ঊর্ধ্বে উঠে বৈশি^ক স্বার্থরক্ষায় উদ্যোগ নিতে হবে।

News Link: dailynayadiganta.com

‘There is no planet B’ Dhaka students join global climate strike

‘There is no planet B’ Dhaka students join global climate strike

With placards and banners in their hand, children join a rally on Manik Mia Avenue in the capital yesterday expressing solidarity with the Global Climate Strike, a climate crisis protest demanding swift actions against climate change. The rally was jointly organised by Save the Children and Green Saver Association.

Hundreds of children from different schools and colleges in Dhaka staged a demonstration on Manik Mia Avenue yesterday, urging world leaders to act against climate change.

They also formed a human chain and brought out a procession there, expressing solidarity with the “Global Climate Strike” in response to the call of Swedish climate activist Greta Thunberg.

As part of the movement, green activists, NGO workers and students formed human chains at several places in the capital to generate awareness on climate crisis.

Criticising developed nations for their role, green activists called for reducing carbon emissions to limit the global warming to 1.5 degree Celcius. They also sought an active role of world leaders in this regard.


Photo: Prabir Das

Save the Children in Bangladesh and Green Saver Association jointly organised the event, engaging children and youth platforms including Girl Guides and Rover Scout Bangladesh.

Students at the event declared “climate emergency” in Bangladesh.

On August 20, 2018, Swedish climate activist Greta Thunberg, then in ninth grade, decided not to attend school until the 2018 Sweden general election on September 9 after heat waves and wildfires in Sweden. Holding a placard that read, “School strike for climate”, she staged a protest outside the Swedish parliament.

The school strike for climate, also known as Fridays for Future (FFF), is now an international movement of school students who take time off from class to participate in demonstrations to demand action to prevent further global warming and climate change.

The movement is not only spreading among children around the world but also at policy-making levels in the countries most vulnerable to climate change.

Yesterday, millions of people from Sydney to Manila, Dhaka to London and New York marched for urgent action on climate breakdown.

As part of the movement, children gathered on Manik Mia Avenue, holding colourful banners, festoons and placards with slogans — “Our world, Our Future”, “Plant Trees and Save the World” and “There is No Planet B” — to show solidarity with the call.

Meanwhile, Center for Participatory Research and Development, COAST Trust, Coastal Development Partnership, Network on Climate Change Bangladesh and Shariatpur Development Society (SDS) organised a human chain in front of Jatiya Press Club, said a press release.

Rapid deforestation is gradually destroying nature’s capacity to absorb carbon dioxide whereas carbon emissions is on the rise due to urban sprawl, speakers said.

Though scientists have warned about the adverse effects of climate change, countries responsible for carbon emissions are yet to shoulder the liability, they added.

News Link:thedailystar.net

Pin It on Pinterest