জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন

ঢাকা: জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবেশ ও জলবায়ু বিষয়ে কাজ করা বেশ কয়েকটি সংগঠন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সেন্টার ফর পার্টিসিপেটরি রিচার্জ অ্যান্ড ডেভলপমেন্ট, কোস্ট ট্রাস্ট, নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এবং কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বর্তমান সময়ে উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ দায়ভার মানবজাতির। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিজ্ঞানীরা বহুদিন ধরেই আলোচনা-পর্যালোচনা ও ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে ভাবছে। তবে এ বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত উপেক্ষিত।

বক্তারা এও বলেন, আগামী প্রজন্মের বাসযোগ্য নিরাপদ পৃথিবীর জন্য বিশ্বের গড় উষ্ণায়ন প্রাক শিল্পায়ন যুগের পর্যায় থেকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার বিষয়ে একমত পোষণ করে ২০১৫ সালে প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো। অথচ চার বছর অতিক্রম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ, কার্বন নিঃসরণ কমানো, উন্নয়নের নামে অপরাজনীতি বন্ধ করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার পদক্ষেপ গ্রহণের দাবী করা হয় সমাবেশ থেকে।

News Link: banglanews24.com

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে অবস্থান ধর্মঘট

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে অবস্থান ধর্মঘট

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে দেশের বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান ধর্মঘটের আয়োজন করে সেন্টার ফর পার্টিসিপেটরি রিচার্জ অ্যান্ড ডেভলপমেন্ট, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, কোস্ট ট্রাস্ট, নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি নামক সংগঠনগুলো।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বর্তমান সময়ে আলোচিত বিষয়। জলবায়ু নিয়ত পরিবর্তনশীল হলেও বর্তমান পরিবর্তন উদ্বিগ্ন হবার মতো। কারণ জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা অভূতপূর্ব এবং এই পরিবর্তনে মানবজাতির প্রত্যক্ষ দায়ভার আজ প্রমাণিত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিজ্ঞানীরা বহুদিন থেকেই আলোচনা-পর্যালোচনা ও ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়গুলো আলোপাত করলেও, এ ব্যাপারে কোনো রাজনৈতিক উদ্যোগ গ্রহণের বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত উপেক্ষিত আছে।

তারা আরও বলেন, সারা বিশ্বের তরুণ প্রজন্মের আন্দোলনের সাথে আমরাও একাত্মতা পোষণ করছি। আমরা আহ্বান জানাচ্ছি, যাতে করে তারা জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বৈশ্বিক স্বার্থ রক্ষা করতে আসুন আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ পৃথিবীর নিশ্চয়তা প্রদানের জন্য পৃথিবীর গড় উষ্ণায়ন, প্রাক শিল্পায়ন যুগের পর্যায় থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি আমরা দাবি করছি যে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে এবং উন্নয়নের নামে অপরাজনীতি পরিহার করে পৃথিবীকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

সংগঠনগুলোর পক্ষে অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন আতিকুর রহমান টিটু, মোস্তফা কামাল আকন্দ, মাহবুবুর রহমান, মজিবুর রহমান, মোহম্মাদ শামসুদ্দোহা প্রমুখ।

News Link: jagonews24.com

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন

জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এস.ডি.এস) সহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বর্তমান সময়ে আলোচিত বিষয়। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তনশীল হলেও বর্তমান পরিবর্তন উদ্বিগ্ন হবার মতো। কারণ, জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা অভূতপূর্ব এবং এই পরিবর্তনে মানবজাতির প্রত্যক্ষ দায়ভার আজ প্রমাণিত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে বিজ্ঞানীরা বহুদিন থেকেই আলোচনা-পর্যালোচনা ও ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়গুলো আলোপাত করছেন। তা সত্ত্বেও এ ব্যাপারে কোনও রাজনৈতিক উদ্যোগ গ্রহণের বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত আছে। তারা আরও বলেন, সারাবিশ্বের তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে আমরাও একাত্মতা পোষণ করছি। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ পৃথিবীর নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে পৃথিবীর গড় উষ্ণায়ন, প্রাক শিল্পায়ন যুগের পর্যায় থেকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি আমরা দাবি করছি যে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে, কার্বন নিঃসরণ কমাতে এবং উন্নয়নের নামে অপরাজনীতি পরিহার করে পৃথিবীকে অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, কোস্ট ট্রাস্ট, নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ ও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি নামে এই পাঁচটি সংগঠন।

News Link: banglatribune.com

বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮

বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এসডিএস-এর যৌথ অর্থায়নে এবং এসডিএস-এর বাস্তবায়নে সাংস্কৃতি ও ক্রিড়া বিষয়ক কর্মসুচির আওতায় বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮ এর উপজেলা পর্যায়ে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মাদারিপুর জেলার কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে দিন ব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে উপজেলার মোট ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সমৃদ্ধি কর্মসূচি এসডিএস আলাওলপুর এর অধীনে ১০০ পরিবারের মধ্যে সেনেটারী

সমৃদ্ধি কর্মসূচি এসডিএস আলাওলপুর এর অধীনে ১০০ পরিবারের মধ্যে সেনেটারী

“দেশের সেবায় যে যার অবস্থান থেকে সমর্থ অনুযায়ী কাজ করলে জাতি উপকৃত হবে,দেশ হবে সমৃদ্ধশালী”

লেট্রিনের উপকরন বিতরন ও স্বাস্থ্য ক্যাম্পে শরীয়তপুরে সুযোগ্য জেলা প্রশাসক। আজ ১৪ মে ২০১৮ ইং শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সহযোগী সংস্থা এসডিএস এর যৌথ সহযোগিতায় সম্পন্ন হলো ২০১৭-১৮ অর্থ বছরের চতুর্থ ধাপে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও ১০০ দরিদ্র পরিবারের মধ্যে সেনেটারী লেট্রিনের ১০০ সেট উপকরন বিতরন ( জন প্রতি ৫ টি রিং,১ টি ঢাকনা,১ টি স্লাব,১ টি ৫ ফুট জয়েন্ট পাইপ,১টি ৫ ফুট গ্যাস পাইপ,১ টি সাইপেন,১ টি ক্যাপ)। উক্ত রিং স্লাব বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব কাজী আবু তাহের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মামুন শিবলী। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ উসমান গনি বেপারী,চেয়ারম্যান আলাওলপুর ইউনিয়ন পরিষদ।

Pin It on Pinterest