এডুকো বাংলাদেশ এর অর্থায়নে এবং এসডিএস-এর বাস্তবায়নে Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives আওতায়, আংগারিয়া উচ্চ বিদ্যালয় ও বেড়াচিকন্দি উচ্চ বিদ্যালয়ের কিশোরীদের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ মহোদয় উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার ইউএনও জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।