এসডিএস এর বাস্তবায়নে এবং Start Fund Bangladesh এর সহযোগিতায় COVID-19 RESPONSE in Shariatpur, Madaripur, Faridpur Of Bangladesh প্রকলল্পের আওতায় শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলার মোট ৬টি উপজেলার ১৮টি ইউনিয়নের ২৭৪০টি পরিবারকে হাইজিন কিট বিতরণ করা হয়।
প্রতি পরিবারকে – লাক্স সাবান ১০টি, হুইল সাবান ৮টি, স্যানেটারী ন্যাপকিন ১ প্যাকেট (১৬টি), ফেস মাস্ক ১ প্যাকেট (৫০টি), ঢাকনা ও কলযুক্ত একটি বালতি, একটি মগ, এবং সচেতনতামুলক লিফলেট সহ একটি “হাইজিন কিট প্যাকেজ” বিতরণ করা হয়।