Highlights

"দেশের সেবায় যে যার অবস্থান থেকে সমর্থ অনুযায়ী কাজ করলে জাতি উপকৃত হবে,দেশ হবে সমৃদ্ধশালী"------সমৃদ্ধি কর্মসূচি এসডিএস আলাওলপুর এর অধীনে ১০০ পরিবারের মধ্যে সেনেটারী লেট্রিনের উপকরন বিতরন ও স্বাস্থ্য ক্যাম্পে শরীয়তপুরে সুযোগ্য জেলা প্রশাসক। আজ ১৪ মে ২০১৮ ইং শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও সহযোগী সংস্থা এসডিএস এর যৌথ সহযোগিতায় সম্পন্ন হলো ২০১৭-১৮ অর্থ বছরের চতুর্থ ধাপে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প ও ১০০ দরিদ্র পরিবারের মধ্যে সেনেটারী লেট্রিনের ১০০ সেট উপকরন বিতরন ( জন প্রতি ৫ টি রিং,১ টি ঢাকনা,১ টি স্লাব,১ টি ৫ ফুট জয়েন্ট পাইপ,১টি ৫ ফুট গ্যাস পাইপ,১ টি সাইপেন,১ টি ক্যাপ)। উক্ত রিং স্লাব বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব কাজী আবু তাহের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মামুন শিবলী। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ উসমান গনি বেপারী, চেয়ারম্যান আলাওলপুর ইউনিয়ন পরিষদ।

Recent Activities Image Gallery-1

Recent Activities Image Gallery-2